পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ দুইটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। পরে তারা দ্রুত পাওয়ার পাম্প দিয়ে পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অর্থাৎ রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাচটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী -এসময় জামাল মুন্সীর ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের দোকান, ইব্রাহিম হাওলাদারের ধান-চালের আড়ৎ, নিজাম উদ্দিনের ব্যাটারি চালিত অটোরিকশা রিপেয়ার দোকান, সিদ্দিক মিয়ার চায়ের দোকান এবং রাসেল আকনের গার্মেন্টসের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাচটি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং একটি দোকান আংশিক পুড়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।