আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে ভোটকেন্দ্র প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় চতলাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।
মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, "গত ৫৪ বছর ধরে মানুষ সব দলের শাসন দেখেছে। এখন ইসলামী শাসন দেখতে চায়। সব দলের শাসনের অবসান, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে।"
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, "সংগঠনের প্রত্যেক স্তরের দায়িত্বশীলদের মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে। বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজির আর কোনো ঠাঁই নেই।"
রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির অ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি, পটুয়াখালী জেলা জামায়াতের এবিএম সাইফুল্লাহ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙ্গাবালীর বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধি ও সংগঠনের নেতারা।