একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ৪০ জেলে পেল লাইফবয়া

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ বিকাল

বৈরী আবহাওয়ায় সমুদ্রে অবস্থানকালে নৌ-দুর্ঘটনার কবলে পড়লে জীবনহানির ঝুঁকি কমাতে পটুয়াখালীর রাঙ্গাবালীর মাছ শিকারী জেলেদের লাইফবয়া দেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে লাইফবয়া তুলে দেওয়া হয়। 

গভীর সাগরে মাছ ধরতে যাওয়া উপজেলার ছোটবাইশদিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের ৪০ জন জেলেকে জীবন রক্ষার সরঞ্জাম হিসেবে লাইফবয়া দেওয়া হয়। বেসরকারি সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশের অর্থায়নে এসব লাইফবয়া দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের  সার্জেন্ট মাসুদ রানা উপস্থিত থেকে জেলেদের হাতে লাইফবয়াগুলো তুলে দিয়েছেন। এ সময় সংশ্লিষ্টরা বলেন, গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগকালীন নৌদুর্ঘটনার কবলে পড়ে উপকূলের জেলেদের প্রাণহানির ঘটনা ঘটে। জেলেদের জীবনের ঝুঁকি কমাতে এবং তাদের আত্মরক্ষায় উদ্ভুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।