পটুয়াখালীর রাঙ্গাবালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
পরে সকাল ৮টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এম সোহেল পুষ্পমাল্য অর্পণ করেন।
পর্যায়ক্রমে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, সদস্য সচিব নিয়াজ আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজীব মল্লিক, যুগ্ন আহ্বায়ক শাকিল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ মাহমুদ, সদস্য সচিব আজিজুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান টিটুসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা
দুপুরে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ অতিথিরা।
বিজয় মেলা
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে 'বিজয় মেলা' বসেছে। দিনব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিজয় দিবসকে উৎসবমুখর করতে এ আয়োজন করা হয়। মেলার স্টলে স্টলে প্রদর্শন করা হয় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। স্টলগুলোতে ছিল কৃষি, মৃৎশিল্প, হস্তশিল্প ও কুটির শিল্পের নানা পণ্য। মেলায় দেখা গেছে নকশীকাঁথা, পিঠেপুলি, শীতবস্ত্র, শিশুদের হরেকরকম খেলনা, ইলেকট্রনিক পণ্য ও জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উৎপাদিত পণ্য। এ মেলা দেখতে ভির জমায় দর্শনার্থীরা।