পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও কলম বিতরণ করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল। রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সাবেক ১ নম্বর সদস্য দিপ্ত ফরাজী এর নেতৃত্ব ছাত্রদলের কর্মীরা উপস্থিত থেকে এসএসসি পরীক্ষা শেষে তাদের মাঝে খবার পানি ও কলম বিতরণ করেন।
ছাত্রদলের পক্ষ থেকে খাবার পানি ও কলম পেয়ে এসএসসি পরীক্ষার্থীরা উপজেলা ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ জানান, সেই সাথে পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক এক নম্বর সদস্য দীপ্ত ফরাজী জানান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষ থেকে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল সর্বদা রাঙ্গাবালী উপজেলা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এসএসসি পরিক্ষার্থীর মাঝে আমরা খাবার পানি ও কলম বিতরণ করি।