সাগরের বুকে ‘রাঙ্গাবালী’
চারপাশে নদী আর সাগরের ঢেউ। জোয়ার-ভাটার নিয়ম মেনেই চলে এখানকার জীবনের ছন্দ। বাংলাদেশের দক্ষিণের এক প্রান্তে, বঙ্গোপসাগরের ঠিক কোলঘেঁষে গড়ে ওঠা উপক‚লীয় দ্বীপ উপজেলা ‘রাঙ্গাবালী’। যেখানে পৌঁছাতে হয় নদী পাড়ি দিয়ে। সাধারণ যাত্রাও এখানে কঠিন; আর তা আরও কঠিন হয়ে পড়ে সূর্য ডোবার পর। কারণ, সন্ধ্যার পর বন্ধ হয়ে...