সাগর মোহনায় ভাসমান দোকান !
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর ও কলাগাছিয়াচরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সাগরের মোহনায় গড়ে উঠেছে ভাসমান বাজার। দূর থেকে দেখে মনে হবে ট্রলারগুলো নোঙর করে চলছে যাত্রাবিরতি। কিন্তু কাছে এলেই চোখে পড়বে নোঙর করা ট্রলারগুলো আসলে একেকটি ভাসমান দোকান।
নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই প্রতিটি ট্রলার। জেলে বা ট্রলারের মাঝিরা টাকা...