নোনা জলের বালুর দ্বীপ ডাকছে আমায়!
ঝাউবাগান, বিস্তীর্ণ জলরাশি,রঙ-বেরঙের অতিথি পাখির কোলাহল,পাখা মেলে মুক্ত আকাশে ওড়াউড়ি আর সমুদ্রের জলে খুনসুটি। সাদা বক,বালিহাঁস,পানকৌড়ি ও গাংচিলসহ নানা পাখির অবাধ বিচরণ। গর্ত থেকে বের হয়ে আবার ঢুকে পড়া, এমন লুকোচুরিতে ব্যস্ত লাল কাঁকড়া। কখনো আবার দল বেঁধে বালুময় দ্বীপে ছুটোছুটি। এসবের পাশাপাশি সৈকতে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত।...