একনজরে রাঙ্গাবালী

শিশু ও প্রতিবন্ধীদের ঈদ উপহার দিলেন কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন

তুহিন রাজ
০১ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ বিকাল

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঈদুল ফিতর উপলক্ষে কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালীর পক্ষ থেকে শিশু ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা এই মহৎ উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালীর সদস্য সচিব ইমরান মাহমুদ সম্রাট, যুগ্ম সদস্য সচিব সিহাবুর রহমান নিয়াম ও নেসার মাহমুদ, মুখ্য সংগঠক অনয় মৃধা, সংগঠক মোহাম্মদ তাওহীদ, রাফি উল্লাহ এবং মহাসিন মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী পরিচালক ইমরোজ মাহমুদ রুদ্র, সিনিয়র সহকারী নির্বাহী পরিচালক অজিহান ইসলাম সজল এবং সহকারী নির্বাহী পরিচালক রওনোক হাসান রেদোয়ান।
সংগঠনের সিনিয়র সহকারী নির্বাহী পরিচালক অজিহান ইসলাম সজল বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমাদের এই উদ্যোগ, যাতে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ে। আমাদের লক্ষ্য, সমাজের সব স্তরের মানুষ যেন এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।"

উল্লেখ্য, কোস্টাল ইয়ুথ এসোসিয়েশন রাঙ্গাবালী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও তারা এই ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।