'জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই' স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অফ ক্লাইমেট এ্যাকশন উপলক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশী এবং বিদেশী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে ।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি করা হয়েছে। এতে নদী ভাঙন কবলিত এলাকার শতাধিক নারী-পরুষ ও শিক্ষার্থী অংশ নেন।
এ সময় গ্রীন হাউস গ্যাস নিঃসরন কমানো, নবায়নযোগ্য জ্বালানী গ্রহন, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ও ঐতিহাসিক দায়ের ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তোভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণসহ নানা দাবি তুলে ধরেন বক্তারা।
তারা জলবায়ু ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অতিসত্বর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সুইডেন দূতাবাসের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ মোহসীন তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সদস্য সাব্বির হোসাইন, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা প্রমুখ।