একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত

এম সোহেল
০৭ আগস্ট ২০২৫, ০৩:৪৪ দুপুর
অডিশন শেষে বাছাইকৃতদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়

এন. আই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গাবালীতে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার প্রথম অডিশন পর্ব। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গহীনখালী বাজার সংলগ্ন একটি মসজিদে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেন রাঙ্গাবালীর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৬০ জন প্রতিযোগী। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম অডিশন থেকে সেরা ৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে প্রথম  মু. আ. হাসিব, দ্বিতীয় মু. আবু সাঈদ, তৃতীয় আ. আল আবু সাঈদ, চতুর্থ  মু. জুনায়দ এবং পঞ্চম স্থান অর্জন করেন বাপ্পি হোসেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র, যা তাদের অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

কুরআন প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে থাকা মাওলানা তাওহীদুল ইসলাম তানজিম বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও ইসলামী চেতনা জাগিয়ে তুলতে আমাদের প্রচেষ্টা। প্রতিযোগীদের সুললিত ও মার্জিত তিলাওয়াত মন ছুঁয়ে গেছে। ইনশাআল্লাহ, চূড়ান্ত পর্বে আরও বিস্ময়কর প্রতিভা দেখা যাবে।

আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো— দেশব্যাপী কুরআনপ্রেমী তরুণদের তুলে আনা এবং তাদের দক্ষতা বিকাশে সহায়তা করা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।