একনজরে রাঙ্গাবালী

৫ দফা দাবিতে রাঙ্গাবালীতে জামায়াতের বিক্ষোভ 

রবিন আহমেদ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ বিকাল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাঙ্গাবালী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র রাঙ্গাবালীর বাহেরচর বাজারের উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বাহেরচর চৌরাস্তায় এসে শেষ হয়,পরে সেখানে হয় সমাবেশ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইন,পটুয়াখালী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উভয়কক্ষে পিআর বাস্তবায়ন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা ও সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা।