একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৫ বিকাল

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা কমিনিটি ডেভেলপমেন্ট সেন্টার -কোডেক এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সোমবার উপজেলার সামুদাফাৎ স্বপ্নের ঠিকানা স্কুলের শিক্ষার্থীদের ও অভিভাবকদের নিয়ে র‍্যালি ও আলোচনা সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, আব্দুল লতিফ মিয়া।

এসময় দিবসটি উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অজিৎ কুমার চক্রবর্তী, সুপার ভাইজার মারিয়া আক্তার,সহকারী ফাইন্যাস এন্ড এডমিন সোহাগ মৃধাসহ আবু সাঈদ প্রমুখ।