পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে জাগোনারী ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানসহ বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সঞ্চলনা করেন, জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প সিনিয়র প্রজেক্ট অফিসার মো: ফরিদ উদ্দিন।