পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সিনিয়র সহকারী জজ আদালত (বিজ্ঞ চৌকি আদালত) ষড়যন্ত্র মূলকভাবে স্থানান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
গত বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে পাচ শতাধিক মানুষ অংশ নেন।
এ মানববন্ধনে বক্তারা বলেন, একসময় জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা পরিচালনা করতে রাঙ্গাবালী উপজেলাবাসীকে ভয়াল আগুনমুখা নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা ও জেলা শহর পটুয়াখালীতে যেতে হতো। এতে আর্থিক ও পারিপার্শ্বিক ক্ষতির সম্মুখীন হতো তারা।
এই দুর্ভোগ লাঘব করতে চলতি বছরের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উপজেলার বিজ্ঞ চৌকি আদালতের (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত) কার্যক্রম শুরু হয়।
কিন্তু এই আদালত স্থাপিত হওয়ার পর থেকে কিছু কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে জনসাধারণকে বিপদগামী করে লাভবান হওয়ার হীন চক্রান্তে লিপ্ত হয়। তাই প্রায় শত কিলোমিটার দূরত্বে রাঙ্গাবালীর এই আদালত জেলা শহরে স্থানান্তরের অপচেষ্টায় লিপ্ত আছেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু তাই নয়- এই আদালতের এখতিয়ারধীন মোকদ্দমাগুলো পূর্বের দায়িত্বপ্রাপ্ত গলাচিপা বিজ্ঞ সহকারী জজ আদালত থেকে রাঙ্গাবালী চৌকি আদালতে প্রেরণ করা হয়নি। এতেও ভোগান্তিতে আছে মানুষ। এসব সমস্যা সমাধান এখন সময়ের দাবি।
পাশাপাশি এই উপজেলা থেকে সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে অপসারণ করে জেলা শহরে পটুয়াখালীতে নিয়ে যেতে যাতে না পারে এবং অনুমোদিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যত দ্রুত সম্ভব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন।
পরে কর্মসূচি শেষে একই দাবি তুলে আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।