পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্পটির কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় প্রদৃপ্তের উৎপাদকদের সম্মেলন ও শিখন কেন্দ্র পালকি-৩ উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।
বুধবার উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী কেন্দ্রে প্রদৃপ্ত প্রকল্পের উকারভোগীগন তাদের উৎপাদিত ফসল নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ছোটবাইশদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা,প্রদৃপ্ত প্রকল্প সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন ভূইয়া প্রমুখ।