একনজরে রাঙ্গাবালী

তেতুলিয়া নদীতে অভিযান: ২৯ জেলেকে জেল-জরিমানা

তুহিন রাজ
০১ নভেম্বর ২০২৪, ১০:৪১ রাত
তেতুলিয়া নদীতে অভিযান: ২৯ জেলেকে জেল-জরিমানা

পটুয়াখালীর তিন উপজেলায় একযোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পটুয়াখালী  জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে রাঙ্গাবালী, গলাচিপা ও দশমিনা উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পুলিশ ।
 
 
এ অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তেতুলিয়া নদী থেকে ২৯ জন জেলেকে আটক করা হয়। এসময়  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১১ জনকে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৮ জনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি গলাচিপা, দশমিনা ও ভোলায়।
 
এছাড়া অভিযানে উদ্ধার হওয়া ৩০ হাজার মিটার অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে উদ্ধার হওয়া ৭০ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়।