পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে 'আরাফাত রহমান কোকো স্মৃতি' ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে চালিতাবুনিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে এবং চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রদল এ খেলার আয়োজন করেন। এতে চালিতাবুনিয়া ইউনিয়নের স্বপ্ননীড় স্পোর্টিং ক্লাব এবং সাগরপাড় একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় সাগর পাড় একাদশকে ০-১ গোলে হারিয়ে স্বপ্ননীড় স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন স্বপ্ননীড় স্পোর্টিং ক্লাবকে ৩২ ইঞ্চি একটি এলইডি টিভি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান বিপ্লব হাওলাদার, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেজ বাহাউদ্দিন হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক ইসা গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস হোসেন সরকার, ইউনিয়ন যুবদল সভাপতি বাচ্চু গাজী, সাধারণ সম্পাদক ইকবল গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রিন্স গাজী, সদস্য সচিব হানিফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিহাদ গাজী, সাধারণ সম্পাদক সজীব প্যাদা, ইউপি সদস্য আল আমিন প্রমুখ।