‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ধারণ করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে খেলাটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, উপজেলা আমিরে জামায়াত মাওলানা কবির হোসেন, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান। বক্তারা বলেন- এই ধরনের উদ্যোগ আমাদের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশপ্রেম ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। এসময় তরুণ প্রজন্মকে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, উপজেলা প্রশাসনের এই আয়োজন তরুণদের জন্য একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। আগামী দিনের ম্যাচগুলোও একই রকম উত্তেজনাপূর্ণ হবে বলে প্রত্যাশা সকলের।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফুলখালী একাদশ বনাম বড়বাইশদিয়া একাদশ। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমিরা খেলাটি উপভোগ করতে মাঠে জড়ো হন। এসময় মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ফুলখালী একাদশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে তারা ৬ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটাররা ১১বল হাতে রেখে ৬ উইকেটে সহজেই জিতে নেয় বড়বাইশদিয়া একাদশ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই আয়োজন তারুণ্যের শক্তি ও উদ্যমকে নতুন করে উজ্জীবিত করেছে বলে মনে করেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব, উপজেলা ক্রিড়া ও সমাজ কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক সাগর মাহমুদ প্রমুখ।