জেলার খবর
ফুলখালী ব্রীজ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

সভাপতি ইমরান, সম্পাদক রাশেদ

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ রাত



পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফুলখালী ব্রীজ বাজার (জিয়া মার্কেট) ব্যবসায়ী  সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. ইমরান হাওলাদার সভাপতি ও রাশেদ হাওলাদার  সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন। রোববার সকাল সাড়ে ১০টায় গহীনখালী বাজারে  ব্যবসায়ীদের উদ্যোগে বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন।


প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম। এসময় ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন।


নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী ইমরান হাওলাদার ৭৮ ভোটের ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম কাওসার আহম্মেদ নিপু পেয়েছেন ১৫ ভোট। সাধারন সম্পাদক পদে রাশেদ হাওলাদার  মোট ভোটের মধ্যে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী দুলাল হাওলাদার পেয়েছেন ৬ ভোট। এদিকে, বিনা প্রতিদ্বন্দীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. নুর জামাল মৃধা। 


ভোট গ্রহণ শেষে  প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষনা করেন।