একনজরে রাঙ্গাবালী

প্রবাসীর অর্থায়নে বিভিডিএস এর ঈদ উপহার পেল রওশন আরা বিবি 

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ০৯:৩০ রাত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে  রওশন আরা বিবির বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠন। রোববার বিকেলে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি এর পক্ষ থেকে রওশন আরা বিবির নিজ হাতে এই ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মো. আরিফ গাজী , আশিক হোসেন, মো. রবিউল হাসান, আয়মান আরিফ, সোহান এবং মোঃ মাসুদ ঢ়ারী প্রমুখ।

সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, 'রওশন আরা বিবি একজন বিধবা নারী।তার চারপাশে কেউ না থাকায়  আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতালি প্রবাসী মো. হোসেন তালুকদারের অর্থায়নে আমাদের একটি টিম তার বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।'