পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন নির্বাচিত হওয়ার পর রাঙ্গাবালীতে এসে দলের কাউন্সিলরদের (ভোটার) সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলর, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুলের শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত নেতাদের বরণ করে নেওয়া হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ধানের শীষের পক্ষে কাজ করে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে আপনাদের সকলকে সৎ হতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। ৬৪ জেলার মধ্যে পটুয়াখালী বিএনপিকে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। সারা দেশের মধ্যে এটিকে বিএনপির দুর্গে পরিণত করতে হবে। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ ও দায়িত্ব অপেক্ষা করছে। এজন্য সবাইকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অসাংগঠনিক, গঠনতন্ত্র পরিপন্থী এবং রাষ্ট্রীয় আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।