একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৫, ০২:২৪ দুপুর
রাঙ্গাবালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র'। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন।

কেন্দ্রটি পরিচালনা করছে উপজেলা সদরের বাহেরচর বাজারে অবস্থিত মেসার্স জাহিদ কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স।

সরকারি অনুমোদিত এই কেন্দ্রে নির্দিষ্ট ফি'র বিনিময়ে ভূমিসেবা সহায়তা দেওয়া হবে।

সেবার মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা) ও জমির ডিজিটাল নকশা ইত্যাদি আবেদনের প্রক্রিয়ায় সহায়তা।

সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রর উদ্যোক্তা এস এম জাবের।