পটুয়াখালীর রাঙ্গাবালীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অভিহিতকরণ সভার মাধ্যমে “সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক” শীর্ষক ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
স্থানীয় যুব সংগঠন রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস) এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ সাব্বির হোসাইন স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের চারপাশের পরিবেশ আজ ভয়াবহ সংকটে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে নদী, খাল, মাটি ও বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। ‘সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক’ ক্যাম্পেইনটি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণ প্লাস্টিক ব্যবহারে আরও দায়িত্বশীল হবে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “পরিবেশ রক্ষায় সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানো সময়ের দাবি। এটি আমাদের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা কড়াকড়ি আরোপের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণও নিশ্চিত করব। একসাথে কাজ করলেই আমরা একটি পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারব। সবাইকে এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবাই একসঙ্গে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।