উপকূল

রাঙ্গাবালীতে মহিলা মৎস্যজীবি সমিতির সভা ও স্মারকলিপি প্রদান

এম সোহেল
০৮ আগস্ট ২০২৫, ০৯:১৫ সকাল

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বেসরকারী সংস্থা জাগোনারী'র  মহিলা মৎস্যজীবি সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার সকাল ১০টায়  জাগোনারী প্রকল্প অফিসে  এ সভায় করা হয়। 


উপজেলা নারী মৎস্যজীবি সমিতির সভাপতি মোসা. লিপি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা  সামুদ্রিক মৎস্য কর্মকর্তা  মো. শাহাদৎ হোসেন। 


সভার শুরুতে চরমোন্তাজ ইউনিয়নের হিন্দুপাড়া সিবিও সভাপতি ও রাঙ্গাবালী উপজেলা মহিলা মৎস্যজীবি সমিতির সহসম্পাদিকা অনিমা রানী জাগোনারী'র নারী মৎস্যজীবি অগ্রযাত্রা প্রকল্প দীর্ঘদিন ধরে মহিলা মৎস্যজীবিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করা এবং প্রকল্পের শুরু থেকে বর্তমান পর্যন্ত সমস্ত  কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি  প্রকল্প ব্যবস্থাপক মীর আব্দুর রহিম  প্রকল্পটির সারসংক্ষেপ উপস্থাপন করেন। 
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী জেলেদের জীবনের সামাজিক অসঙ্গতি স্বীকার করে বৈষম্য দূরীকরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি নারী মৎস্যজীবিদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার পরামর্শ দেন এবং সরকারি সেবা গ্রহণে এগিয়ে আসতে উৎসাহিত করেন।

 

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, তাঁদের অফিস থেকে সেবা পেতে কোনো ফি লাগে না এবং ঘুষ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।  পাশাপাশি নারী মৎস্যজীবিদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

 

সভা শেষে নারী সমিতির নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। প্রধান অতিথি স্মারকলিপির দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।