একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ রাত

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ছোটবাইশদিয়ার মোল্লার বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গাবালী উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এখানে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস; রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র, হাটবাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পুরো উপজেলার জন্য নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না। গতকাল রাতেও  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তাঁরা আরও বলেন, গত কয়েক বছরে উপজেলায় অগ্নিকাণ্ডে বহু মানুষ নিঃস্ব হয়েছেন। কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নেয়। রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালু করা হলে শুধু অগ্নিকাণ্ড নয়—ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে।

অবিলম্বে রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

এ দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মো. আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতী ইব্রাহীম খলীল আরশাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. সালাউদ্দিন আরিয়ান, সাবেক সভাপতি হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম প্রমুখ।