একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে কমিউনিটি স্কোর কার্ড অনুশীলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ১২:২৪ রাত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পর্যায়ে কমিউনিটি স্কোর কার্ড অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মোহা. সাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস. এম. শাহাদাৎ হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল শিকদার এবং রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।

বক্তারা উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন জনসেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে প্রস্তাব ও সুপারিশও করা হয়। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন।