একনজরে রাঙ্গাবালী
নির্বাচনী গনসমাবেশ

আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট : শহিদুল ইসলাম আল কায়সারী

রবিন আহমেদ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ রাত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী। 

তিনি বলেন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট।

তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল স্থানীয় সরকার নির্বাচনে যারা ইসলামকে কায়েম করতে চায়, যারা কোরআন ও রাসূলের পক্ষে থাকবে-তাদেরকে পক্ষেই আপনারা ভোট দিন। 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ১১৩ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলাপাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাইউম এবং এই আসনের নির্বাচন পরিচালক কলাপাড়া উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুকী।

জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা শাখার সেক্রেটারি মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীরে জামায়াত মাওলানা মুহাম্মদ কবির হুসাইন।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন।