উপকূল

৭০'র ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৪, ১০:৩৫ রাত
৭০'র ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কি আঘাত হেনেছিল দক্ষিণাঞ্চলের উপকূলে। এতে প্রাণ হারিয়েছিল অসংখ্য মানুষ। সেই নিহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। 
 
মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার আবাসন মাঠে এ আয়োজন করা হয়। চরমোন্তাজবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছাত্র-জনতা অংশ নেন। 
 
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক আইয়ুব খান প্রমুখ। 
 
এসময় বক্তারা বলেন, এই দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি উপকূলবাসীর ন্যায্যতা ও অধিকার আদায়ের কথা তুলে ধরতে রাষ্ট্রীয়ভাবে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা হোক। 
 
পাশাপাশি উপকূলের পরিবেশ সুরক্ষায় কাজ করতে উপকূলের ১৯টি জেলা নিয়ে উপকূল মন্ত্রণালয় করা যেতে পারে।