পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলের ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের সমন্বিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে স্কুলমুখী করার জন্য স্থাপিত শিখন কেন্দ্র পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটির (আইআরসি) প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকেলে এই দলটির নেতৃত্বে থাকা আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে অবস্থিত শিখন কেন্দ্রগুলো ঘুরে দেখেন।
কেন্দ্রে কেন্দ্রে গিয়ে হাসিনা রহমান শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানের বিষয়ে আলাপ করেন। পরে কথা বলেন অভিভাবকদের সঙ্গেও।এসময় হাসিনা রহমানের সঙ্গে ছিলেন বেসরকারি সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি৷
ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৮ মাস আগে আইআরসির অর্থায়ণে জাগোনারীর বাস্তবায়নে রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৬টি শিখন কেন্দ্র স্থাপন করা হয়।
এইসব কেন্দ্রগুলোর কার্যক্রম দেখতেই আইআরসির প্রতিনিধি দল রাঙ্গাবালী আসেন। এসময় আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান সাংবাদিকদের বলেন, 'চরাঞ্চলের শিশুদের মাঝেও প্রযুক্তিগত ডিজিটাল পদ্ধতির শিক্ষা ব্যবস্থার কিভাবে বিস্তার ঘটানো যায়, এনিয়ে কাজ করছে আইআরসি।'