একনজরে রাঙ্গাবালী

চরাঞ্চলের ঝরে পড়া ৫০০ শিশুকে মৌলিক শিক্ষা প্রদান প্রকল্পের সভা

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৪, ১১:২৫ রাত

চরাঞ্চলের ঝরে পড়া ও স্কুলবিমুখ ৫০০ শিশুকে সমন্বিত মৌলিক শিক্ষার আলোয় আলোকিত করার মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পাইলটিং এ প্রকল্পের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং প্রজেক্ট ক্লোজার মিটিং করা হয়। 
 
এসময় উপজেলার ১৬টি শিখন কেন্দ্রের মাধ্যমে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের মৌলিক শিক্ষা প্রদানে প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় শিশুদের মূল স্রোতধারায় নিয়ে আশা এবং শতাধিক শিশুকে স্কুলমুখী করার বিষয়টিও।  
 
বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সহযোগিতায় প্রকল্পটি এক বছর ৬ মাস ধরে বাস্তবায়ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। সভা সঞ্চালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর শাহিন আহম্মেদ। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও বেসরকারি সংস্থা ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার প্রমুখ।