মতামত

সোনালি দ্বীপ

ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ০৬:০৭ বিকাল

এ.এইচ. জিহান মৃধা:

সবুজ শ্যামল প্রাকৃতিক পটভূমি আমার ছোট্ট গাঁ। 
চার পাশে তার নদী ঘেরা বাংলার শেষ সীমানা। 
জোয়ার এসে পানি ফুলে উঠে দু পারে থৈ থৈ,
মেঘের ডাকে ভাসানো পুকুর থেকে কান বেয়ে উঠে কৈ।


সোনালি দ্বীপ এর সোনার চর জাহাজ মারা পটভূমি,

কে কে দেখবি তোরা আয় ছুটে আয় ভ্রমণ পিপাসু আয়! 

এখানে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে যায়। 
বিলের জলে শাপলা ফুটে সোনালি রূপরেখায়
নানান রকম পাখি দেখা যায় এই বিলের জলে,
রোজ সকালে টিয়া পাখি এসে খায় ফল খুঁড়ে। 
কে কে দেখবি তোরা আয় ছুটে আয় ভ্রমণ পিপাসু আয়! 

এখানে সূর্যোদয়-সূর্যাস্ত এক জায়গায় দেখা যায়। 
সাগরের বড় বড় ঊর্মি এসে তীরে মেলান হয়ে যায়। 
লাল কাঁকড়া দল দেখে যেনো লাল গালিচা মনে হয়। এখানে বনের হরিণ লোকালয় ছুটে  আয়,
কে কে দেখবি তোরা আয় ছুটে আয় ভ্রমণ পিপাসু আয়! 

সূর্যের কিরণে বালু যেনো সোনালি রূপরেখায়,
ঝাউ বনের শো শো বাতাসে মন ছুঁয়ে যায়। 
গভীর সাগরে জেলেরা রুপালি ইলিশ ধরতে যায়,
এখানে রোজ রুপালি ইলিশ জীবন্ত দেখা যায়। 
কে কে দেখবি তোরা আয় ছুটে আয় ভ্রমণ পিপাসু আয়! 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বন দেখতে আয়,
সোনার চর বন সোনার চর সমুদ্র সৈকত দেখতে আয়।


ভ্রমণ পিপাসুদের নতুন তীর্থস্থানে ছুটে আয়।
এ দ্বীপের পশ্চিম পাশে কুয়াকাটা সমুদ্র সৈকত পায়রা বন্দর দেখতে আয়!

কে কে দেখবি তোরা আয় ছুটে আয় ভ্রমণ পিপাসু আয়!