এইচ এম জিহান মৃধা:
উন্নয়নের ছোঁয়া লাগেনি বড়বাইশদিয়া ইউনিয়নে,
নদীর পারের বেড়িবাঁধটাও জোয়ারে যায় ডুবে!
ঢেউ উঠে যায় রাস্তার উপর সাগরের মতো লাগে,
বর্ষার দিনে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।
নেইতো ভালো রাস্তা ঘাট স্লুইস কালভার্ট,
বর্ষার এলে কষ্ট বাড়ে বড়বাইশদিয়া ইউনিয়নে!
কাঁচা রাস্তা বর্ষার দিনে হাঁটু সমান কাঁদা হয়,
কোমলমতি শিশুরা স্কুল কলেজে যেতে নাহি চায়।
নেইতো কেউ দেখার এসব, দায়সারা কথা কয়,
নেতারা সব হারামজাদা পেট পুঁড়ে খেয়ে যায়।
কথার সময় ফুলঝুরি কাজের বেলায় কিছু নয়,
কাঁচা রাস্তা পাকা হবে শুধু প্রস্তুতি দিয়ে যায়।
নেতা আসে নেতা যায় বড়বাইশদিয়া ইউনিয়নে,
সাধারন-মানুষের ভাগ্য কি বদলায়?
জনগণের দুর্ভোগ শুধু দুর্ভোগই রয়ে যায়।
বর্ষার দিনে কাঁচা রাস্তায় পারাপার হওয়া দায়!
ও ভাই নেতা শুধাই তোমায় দেখো নাকি তুমি,
আর কতদিন চাটুকারিতা করবে বলো তুমি?
এবার না হয় করো একটু রাস্তা ঘাটের উন্নতি?
তোমার উন্নতি ঠিকতো করছো বাড়ছে শুধু ভূড়ি!
নির্বাচন এলে তুমি ছুটছো বাড়ি বাড়ি,
তোমায় নাকি ভোট দিলে করবে উন্নতি।
চেয়ারে না বসলে নাকি কিছুই করা যায়না,
এই বলে ভোট চেয়ে করতে শুধু বায়না।
নির্বাচনের পরে এখন আর কাউকে দেখা যায়না!