আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। এতে বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের। তাই ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনোজ কান্তি কর, সদস্য জলিলুর রহমান,।পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার।
এসময় বক্তারা বলেন, উপকূলীয় ১৯ জেলার জন্য পৃথক মন্ত্রণালয় ও ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দেশের অন্যান্য দিবসের মতো উপকূলের মানুষের স্মরণে এবং উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ দিবস থাকা প্রয়োজন, যা উপকূলের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলোকে তুলে ধরবে।
এ কর্মসূচিতে পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেসহনের সদস্যসহ জেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে।