জেলার খবর

কুয়াকাটায় মুদি দোকানীকে ৩ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ১১:৩৮ রাত

সাগরকন্যা কুয়াকাটায় সরকারী রাস্তা দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানীকে প্রায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাতে দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায়  এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ। 

কারাদন্ড প্রাপ্ত জাফর কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর  রাসমেলা উপলক্ষে প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানী সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমান আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন। এ কারনে তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে।