"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে পরিচ্ছন্ন অভিযান করেন বিডি ক্লিনের টিমের সদস্যরা।
শুক্রবার সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান শপথ বাক্য পাঠ করান এবং বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, রাঙ্গাবালী প্রেসক্লাবের সদস্য আজিজুর রহমান সুজন, বরিশাল বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান, পটুয়াখালী জেলা বিডি ক্লিনের অতিরিক্ত সমন্বয়ক মাহবুব মুর্শেদ জয়, বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইউসুফ আলী সিরাজুলসহ বিডি ক্লিন টিমের সদস্যরা।
স্বেচ্ছাসেবকরা জানায়, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করে চলছে তারা। কারও আশায় বসে না থেকে নিজের এলাকা নিজেদের পরিষ্কার রাখতে হবে বলে জানান বিডি ক্লিনের সংগঠকরা। পরবর্তীতে এমন কাজ আরও করার কথা জানান তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে বিডি ক্লিনের সদস্যরা। এটা শুধু বিডি ক্লিনের দায়িত্ব নয়, এটি সমাজের সবার দায়িত্ব।