সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে।
তবে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির পরিমাণ কমে আসে এবং এরপর থেকে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত থাকে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার ফলে বৃষ্টি আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গভীর সাগরে থাকা বহু মাছ ধরার ট্রলার উপকূলবর্তী সাগর মোহনা ও নদীর কাছাকাছি এসে অবস্থান নিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই অবস্থায় পায়রা সমুদ্র বন্দরে বহাল রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়া সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালী নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।